অর্থনৈতিক সমস্যা বলতে কী বুঝায়?

আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - দৈনিক শিক্ষা ব্লগর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে অর্থনৈতিক সমস্যা বলতে কী বুঝায়? নিয়ে আলোচনা করব।

অর্থনৈতিক সমস্যা বলতে কী বুঝায়?

অর্থনৈতিক সমস্যা বলতে কী বুঝায়? অর্থনৈতিক সমস্যা বলতে প্রকৃতপক্ষে সম্পদের 'স্বল্পতা' এবং 'বাছাই' বা 'নির্বাচন' এর সমস্যাকে বুঝায়। মানুষের অভাববোধ বা চাহিদা সীমাহীন।

মানুষ অসীম অভাব পূরণের জন্য বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে সম্পদ বা অর্থ উপার্জন করে। কিন্তু যেহেতু অভাবের তুলনায় প্রাপ্ত সম্পদ সীমিত বা অপ্রচুর, তাই এই সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও আরেকটি অন্যতম অর্থনৈতিক সমস্যা।

সম্পদের সর্বোত্তম ব‍্যবহার না হলে ভোগের পূর্ণ তৃপ্তি সম্ভব হয় না। মূলত সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতাই হলো মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা। সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে অভাবের নির্বাচন বা বাছাই সমস্যাটি সৃষ্টি হয়। এই অসংখ্য অভাবের মধ্যে গুরুত্বপূর্ণ অভাবগুলো আগে পূরণের মাধ্যমে সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করতে হয়।

নিম্নে অর্থনৈতিক সমস্যা সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদদের মন্তব্য তুলে ধরা হলো:

  • অধ্যাপক বেনহাম (Benham) বলেন, "মানুষ অভাবের নির্বাচন করতে বাধ্য হয় বলেই অর্থনৈতিক সমস্যা দেখা দেয়।
  • নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ পি. এ. স্যামুয়েলসন (P. A. Samuelson) বিভিন্ন প্রকার দ্রব্য উৎপাদনে পছন্দ বা নির্বাচনের মাধ্যমে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ ও ভোগের ক্ষেত্রে তার বণ্টনকে অর্থনীতির আলোচ্য বিষয় বলে মনে করেন।
  • অধ্যাপক আর. জি. লিপসি (R. G. Lipsey) মনে করেন, "দুষ্প্রাপ্যতার সমস্যা হলো প্রধান সমস্যাগুলোর অন্যতম যা অর্থনীতির অধিকাংশ বিষয়াদির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে।

পরিশেষে বলা যায় যে, সম্পদের দুষ্প্রাপ্যতার কারণে অসীম অভাবকে গুরুত্বের মাত্রা অনুযায়ী নির্বাচন এবং এসব অভাব পূরণের ক্ষেত্রে নিয়োজিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা।

আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। অর্থনৈতিক সমস্যা বলতে কী বুঝায়? এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
🟢 কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url