রূপমূল কাকে বলে? উদাহরণসহ 'স্বাধীন' ও 'পরাধীন' রূপমূল-এর পরিচয় দাও

আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - দৈনিক শিক্ষা ব্লগর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে রূপমূল কাকে বলে? উদাহরণসহ 'স্বাধীন' ও 'পরাধীন' রূপমূল-এর পরিচয় দাও নিয়ে আলোচনা করব।

রূপমূল কাকে বলে? উদাহরণসহ 'স্বাধীন' ও 'পরাধীন' রূপমূল-এর পরিচয় দাও

ধ্বনির দ্বারা গঠিত ক্ষুদ্রতম অর্থবোধক ভাষাতাত্ত্বিক উপাদানকে রূপমূল বলে। অর্থাৎ রূপমূলগুলি ক্ষুদ্রতম আকারের বিশিষ্ট ভাষাতাত্ত্বিক উপাদান এবং এগুলির অর্থগত তাৎপর্য আছে। যেমন: 'জাম' একটি রূপমূল, এর অর্থ আছে কিন্তু একে ভাঙলে 'জা' এবং 'ম' স্বতন্ত্রভাবে এদের কোনো অর্থ নেই।

রূপমূলকে দুই ভাগে ভাগ করা হয়- (১) মুক্ত বা স্বাধীন রূপমূল, (২) বদ্ধ বা পরাধীন রূপমূল।

[১] মুক্ত বা স্বাধীন রূপমূল: যেসব অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনি বা ধ্বনিসমষ্টি স্বাধীনভাবে অন্য কোনো ধ্বনি বা ধ্বনিসমষ্টির সাহায্য বা সংযুক্তি ছাড়া এককভাবে ব্যবহৃত হতে পারে এবং যাদের নিজস্ব অর্থ বিদ্যমান, সেগুলিকে মুক্ত বা স্বাধীন রূপমূল বলে। যেমন: 'ছাত্র', 'শহর', 'বন্ধু' ইত্যাদি রূপমূলগুলি স্বাধীনভাবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে।

[২] বদ্ধ বা পরাধীন রূপমূল: 
যে ধ্বনি বা ধ্বনিসমষ্টির নিজস্ব অর্থ আছে এবং ক্ষুদ্রতম অংশে বিভাজ্য নয়, কিন্তু তারা স্বাধীনভাবে ভাষায় ব্যবহৃত হতে পারে না এবং মুক্ত রূপমূলের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়, এই শ্রেণির রূপমূলকে বদ্ধ বা পরাধীন রূপমূল বলে। যেমন: '-গুলো', '-রা' ইত্যাদি। এগুলি মুক্ত রূপমূলের সঙ্গে যুক্ত হয়ে শব্দ তৈরি করে। যেমন: বিড়াল + গুলো = বিড়ালগুলো, 'মেয়ে' + 'রা' মেয়েরা ইত্যাদি।

আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। রূপমূল কাকে বলে? উদাহরণসহ 'স্বাধীন' ও 'পরাধীন' রূপমূল-এর পরিচয় দাও এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Next Post Previous Post
🟢 কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url