পৃথিবীতে প্রতিপাদ স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন

আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - দৈনিক শিক্ষা ব্লগর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে পৃথিবীতে প্রতিপাদ স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন নিয়ে আলোচনা করব।

পৃথিবীতে প্রতিপাদ স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন

আমরা জানি, ভূপৃষ্ঠের কোনও স্থান বা বিন্দু থেকে কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে সোজা বিপরীত গোলার্ধের যে প্রান্তে মিলিত হয়, তাকে প্রথম স্থান বা প্রথম বিন্দুর প্রতিপাদ স্থান বলা হয়। কল্পিত প্রতিপাদ স্থানের 180° ব্যাসটি যেহেতু ভূকেন্দ্রকে ভেদ করে পৃথিবীর এক প্রান্ত থেকে বিপরীত প্রান্তে পৌঁছায়, তাই প্রতিপাদ স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থিত হয়।

উদাহরণ: কলকাতা উত্তর গোলার্ধে 22°34′ উত্তর অক্ষরেখায় অবস্থিত। তাই স্বাভাবিকভাবেই কলকাতার প্রতিপাদ স্থান দক্ষিণ গোলার্ধে 22°34' দক্ষিণ অক্ষরেখায় অবস্থিত হবে। আবার, কলকাতা পূর্ব গোলার্ধে 88°30' পূর্ব দ্রাঘিমারেখায় অবস্থিত। তাই স্বাভাবিকভাবেই কলকাতার প্রতিপাদ স্থান পশ্চিম গোলার্ধে অবস্থিত হবে। তবে এক্ষেত্রে প্রতিপাদ স্থান 88°30′ পশ্চিম দ্রাঘিমারেখায় অবস্থিত হবে না। প্রতিপাদ স্থানের অবস্থান হবে (180° - 88°30') = 91°30′ পশ্চিম দ্রাঘিমারেখা। কারণ কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হয় 180°।

 

আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। পৃথিবীতে প্রতিপাদ স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
🟢 কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url