180° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা ধরা হল কেন

আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - দৈনিক শিক্ষা ব্লগর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে 180° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা ধরা হল কেন নিয়ে আলোচনা করব।

180° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা ধরা হল কেন

180° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা ধরার যুক্তি হল - 
  • 180° পূর্ব ও 180° পশ্চিম দ্রাঘিমারেখা আসলে একটিই দ্রাঘিমারেখা। 
  • 180° রেখাটি মূল মধ্যরেখার (0°) ঠিক বিপরীতে অবস্থিত। অর্থাৎ, সময় যেখানে শুরু হয় তার বিপরীতে সময় শেষ হয়। 
  • রেখাটির প্রায় পুরো অংশই সমুদ্রের ওপর দিয়ে বিস্তৃত। 
  • 180° রেখাটি চারটি মহাদেশকে পৃথক করেছে। দেশ অপেক্ষা মহাদেশের সীমারেখা বরাবর তারিখ পরিবর্তন অনেক সুবিধাজনক। 
  • মূলমধ্যরেখার সঙ্গে 180° রেখা হল পূর্ব ও পশ্চিম গোলার্ধের সীমারেখা।


আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। 180° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা ধরা হল কেন এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
🟢 কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url