এই রাত্রির দেশেও সকাল হয় পাখির কলরবে চারিদিক ভরে যায়। অংশটি কোথা থেকে নেওয়া? কোন্ দেশের কথা বলা হয়েছে? অংশটির বক্তা কে? সেই দেশের যে বর্ণনা গল্পে আছে, তা উল্লেখ করো।
আলোচ্য অংশটি কথাসাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের 'তেলেনাপোতা আবিষ্কার' নামক ছোটোগল্প থেকে নেওয়া হয়েছে।
গল্পের কথক ও তার দুই বন্ধু শহর থেকে ত্রিশ মাইল দূরে অবস্থিত তেলেনাপোতা গ্রামে মৎস্য শিকার ও ছুটি কাটাতে যায়। সেই গ্রামের কথাই এখানে বলা হয়েছে।
আলোচ্য অংশটির বক্তা গল্পের কথক বা নায়ক।
গল্পের কথক ও তার দুই বন্ধু দু-দিনের জন্য ছুটি কাটাতে এবং মৎস্য শিকাবের উদ্দেশে তেলেনাপোতা নামক এক গণ্ডগ্রামে যায়। মহানগর থেকে দু-ঘণ্টার বাস যাত্রার পর, গোরুর গাড়ি চেপে তেলেনাপোতার উদ্দেশে যাত্রা করে।
অন্ধকারাচ্ছন্ন, জঙ্গল পরিপূর্ণ নালা-নর্দমা পেরিয়ে তারা পৌঁছায় তেলেনাপোতা গ্রামের জীর্ণ ভগ্নপ্রায় এক অট্টালিকায়। ওই অট্টালিকার অপেক্ষাকৃত বাসযোগ্য একটি ঘরে কথক ও তার বন্ধুরা আশ্রয় নেয়।
চারিদিকে ঘুটঘুটে অন্ধকার অর্ধস্ফুট চাঁদের আলো সেই অন্ধকার দূর করতে ব্যর্থ। বাসগৃহে একটি ভাঙা লণ্ঠন এবং শয়নের জন্য শতরঞ্চি ছাড়া আর কিছু নেই।
এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশকে মশার ঐকতান, চামচিকির ছোটাছুটি, ঘরের ভ্যাপসা গন্ধ এবং অট্টালিকার নিকটবর্তী পুকুরের পানার পচা গন্ধ আরও রহস্যময় করে তুলেছে। এই কষ্টকর, বিশৃঙ্খল পরিবেশে কথক ও তার বন্ধুরা কোনোরকমে ঘুমিয়ে রাত কাটিয়ে দেয়।
পরের দিন সকালে ঘুম থেকে উঠে আলো ঝকঝকে গ্রাম্য পরিবেশ দেখে কথক অবাক হয়ে যায়। চারিদিকে গাছপালা পরিব্যপ্ত এবং পাখির কলরবে পরিপূর্ণ তেলেনাপোতার প্রাকৃতিক সৌন্দর্য দেখে কথক মুগ্ধ হয়ে যায়। এজন্যই গল্পকথক এ কথা বলেছে।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url