'তেলেনাপোতা আবিষ্কার' গল্পে বর্ণিত প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

'তেলেনাপোতা আবিষ্কার' গল্পে বর্ণিত প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

প্রেমেন্দ্র মিত্রের 'তেলেনাপোতা আবিষ্কার' গল্পটি বাংলা সাহিত্যে একটি উল্লেখযোগ্য ছোটোগল্প। গল্পকার গল্পের কাহিনি অংশ রচনা করার সময় দক্ষ শিল্পীর মতো রংতুলি দিয়ে যেন আধুনিকতা বর্জিত, পিছিয়ে পড়া গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ চিত্রিত করেছেন।
 
প্রেমেন্দ্র মিত্র নিজেও একজন কবি, তাই প্রকৃতির বর্ণনাতে রোমান্টিক কবি মানসের পরিচয়ও তুলে ধরেছেন। গল্পে বর্ণিত তেলেনাপোতা গ্রামটি ঘন জঙ্গলে পরিপূর্ণ। নালা-নর্দমা পেরিয়ে গ্রামের রাস্তা বয়ে চলেছে।
 
বাঁশঝাড় আর ঝাঁকড়া গাছের মধ্যে তা হারিয়ে গিয়েছে। সূর্য ডোবার আগেই গ্রামে অন্ধকার নেমে আসে এবং জনমানবহীন হয়ে পড়ে। রাতের অন্ধকার দূর করতে লণ্ঠনের বিকল্প নেই। চাঁদের ক্ষীণ আলোয় জীর্ণ ভগ্নপ্রায় অট্টালিকা এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছে। তবে শুধুমাত্র রাতের প্রকৃতিই নয়, দিনের প্রকৃতিরও অপরূপ বর্ণনা দিয়েছেন লেখক।
 
তেলেনাপোতা গ্রামে সকাল হয় পাখির কলরবের মধ্য দিয়ে। গল্প কথকের মাছ ধরার সময় যে প্রকৃতির বর্ণনা গল্পে আছে, তাও পাঠককে মুগ্ধ করে। কথক যে পুকুরটিতে ছিপ ফেলে মাছ ধরেছে, সেটি সবুজ পানায় পরিপূর্ণ।
 
পাশে বাঁশগাছের ডগা ঝুলে এসেছে পুকুরের জলের ওপর এবং সেখানে একটি মাছরাঙা পাখি বসে আছে আর মাঝে মাঝে ঝপ করে পুকুরের জলে ঝাঁপ দিয়ে মাছ ধরছে। কথকের ছিপের ফাতনার উপর একটি ফড়িং ওড়াওড়ি করছে আর মাঝে মাঝে ফাতনার উপর বসার চেষ্টা করছে।
 
অদূরে ঘুঘু পাখির ডাক ভেসে এসে যেন দুপুরের নিস্তব্ধ পরিবেশে এক রহস্য সৃষ্টি করছে। তাই বলা যায় 'তেলেনাপোতা আবিষ্কার' গল্পে প্রাকৃতিক পরিবেশ এক অপরূপ জগৎ সৃষ্টি করেছে এবং এই প্রাকৃতিক পরিবেশ সৃষ্টিতে প্রেমেন্দ্র মিত্রের দক্ষতার প্রশংসা করতেই হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url