সামষ্টিক অর্থনীতি কাকে বলে?

আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - দৈনিক শিক্ষা ব্লগর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে সামষ্টিক অর্থনীতি কাকে বলে? নিয়ে আলোচনা করব।

সামষ্টিক অর্থনীতি কাকে বলে?

সামষ্টিক অর্থনীতি কাকে বলে? অথবা, সামষ্টিক অর্থনীতি কী? আর ইংরেজি 'Macro' শব্দটি প্রাচীন গ্রিক শব্দ Makros' থেকে উদ্ভূত- যার অর্থ বৃহৎ। অর্থনৈতিক ঘটনা সামগ্রিক বা পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করাকে সামষ্টিক অর্থনীতি বলে।

অর্থাৎ অর্থনীতির বিভিন্ন সমস্যাকে একক বা খণ্ড খণ্ডভাবে ব্যাখ্যা না করে সামগ্রিকভাবে ব্যাখ্যা করলে তাকে সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ (Macro Economical Analysis) বলা হয়। যেমন- জাতীয় আয়, জাতীয় উৎপাদন, মোট সঞ্চয়, মোট বিনিয়োগ, মোট চাহিদা, মোট যোগান, সাধারণ দামস্তর, গড় সুদ ও মজুরির হার প্রভৃতির আলোচনা সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত।

অধ্যাপক কে. ই. বোল্ডিং-এর মতে, "সামষ্টিক অর্থনীতি কোন ব্যক্তির আয়ের পরিবর্তে জাতীয় আয়, কোনো নির্দিষ্ট দ্রব্যমূল্যের পরিবর্তে সাধারণ দামস্তর; দ্রব্যের ব্যক্তিগত উৎপাদনের পরিবর্তে জাতীয় উৎপাদন আলোচনা করা।" অতএব, সামষ্টিক অর্থনীতিতে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলি পৃথক বা এককভাবে আলোচনা করা হয় না।

কীভাবে অর্থনীতির একটি বিষয় আরেকটি বিষয়কে প্রভাবিত করে সমগ্র অর্থনীতির উপর কাজ করে, সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ তাই অনুসন্ধান করে। দেশের পরিকল্পনা প্রণয়ন, কর আরোপ, জনসংখ্যা নীতি নির্ধারণ ইত্যাদি বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য অর্থশাস্ত্রে সামষ্টিক বিশ্লেষণ প্রয়োজন।

আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। সামষ্টিক অর্থনীতি কাকে বলে? এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
🟢 কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url