মিশ্র অর্থনীতি কাকে বলে?

মিশ্র অর্থনীতি কাকে বলে?

মিশ্র অর্থনীতি কাকে বলে? অথবা, মিশ্র অর্থব্যবস্থা বলতে কী বুঝায়? মিশ্র অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা উভয়ই স্বীকৃত। মিশ্র অর্থনীতিতে সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থান করে।

ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের একটি সংমিশ্রিত রূপই হলো মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থব্যবস্থায় ধনতন্ত্রের ন্যায় সম্পত্তির ব্যক্তিগত মালিকানা ও মুনাফা অর্জন এবং ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা থাকে। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় একদিকে ব্যক্তিগত মালিকানা ও উদ্যোগের স্বাধীনতা থাকে এবং অন্যদিকে কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কার্যাবলি সরকারি উদ্যোগে পরিচালিত হয়।

অর্থনীতিবিদ পি.এ. স্যামুয়েলসন (P.A. Samuelson) বলেন, "মিশ্র অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদন ও ভোগকার্য সংঘটিত করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটে।" পরিশেষে বলা যায়, ধনতন্ত্র ও সমাজতন্ত্রের সংমিশ্রণে যে অর্থব্যবস্থা গড়ে উঠে, তাকে মিশ্র অর্থনীতি বলে।

0/Post a Comment/Comments