অধ্যাপক মার্শালের সংজ্ঞাটি বৈশিষ্ট্যসহ ব্যাখ্যা কর

আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - দৈনিক শিক্ষা ব্লগর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে অধ্যাপক মার্শালের সংজ্ঞাটি বৈশিষ্ট্যসহ ব্যাখ্যা কর নিয়ে আলোচনা করব।

অধ্যাপক মার্শালের সংজ্ঞাটি বৈশিষ্ট্যসহ ব্যাখ্যা কর

অধ্যাপক মার্শালের সংজ্ঞাটি বৈশিষ্ট্যসহ ব্যাখ্যা কর। অথবা, মার্শাল ও রবিন্সের সংজ্ঞার তুলনামূলক আলোচনা কর। বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থনীতিবিদ অর্থনীতির যেসব সংজ্ঞা দিয়েছেন তার মধ্যে মার্শাল ও রবিন্সের সংজ্ঞা দুটি যথেষ্ট গুরুত্ববহ।

অধ্যাপক মার্শাল-এর মতে, "অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলি আলোচনা করে।" আর, এল, রবিল-এর মতে, "অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয়সাধনকারী কার্যাবলি আলোচনা করে।" সংজ্ঞা দুটি বিশ্লেষণ করলে কতকগুলো পার্থক্য দেখা যায়। নিম্নে মার্শাল ও রবিন্স এর সংজ্ঞার তুলনামূলক পার্থক্য তুলে ধরা হলো:

  1. মার্শালের মতে, অর্থনীতির প্রধান লক্ষ্য হলো মানবকল্যাণ। পক্ষান্তরে রবিন্সের মতে, মানুষ কীভাবে অভাব পূরণ করে তাই বিবেচ্য। কল্যাণ-অকল্যাণ বিষয় নয়।
  2. মার্শাল অর্থনীতিকে মানবধর্মী ও কল্যাণকামী বিজ্ঞানে পরিণত করেছেন। আর রবিন্স মানবীয় আচরণকে প্রাধান্য দিয়ে বিশুদ্ধ ও সর্বজনীন বিজ্ঞানে পরিণত করেছেন।
  3. মার্শাল অর্থনীতিকে একটি নীতিবাচক বিজ্ঞানে পরিণত করেছেন। কিন্তু রবিন্স একে 'ইতিবাচক বিজ্ঞানে' পরিণত করেছেন।
  4. মার্শাল শুধু 'বস্তুগত' সম্পদের উল্লেখ করলেও রবিন্স 'বস্তুগত' ও 'অবস্তুগত' সম্পদের উপর জোর দিয়েছেন।
  5. মার্শাল কল্যাণের যে ধারণা দিয়েছেন তা কেবল মানবিক, যা পর্যালোচনা করা কঠিন ও অস্পষ্ট। পক্ষান্তরে, রবিন্স সম্পদের 'স্বল্পতা' ও সম্পদের বিকল্প ব্যবহারকে প্রাধান্য দিয়ে সংজ্ঞাটিকে অধিকতর বিশ্লেষণধর্মী, বিজ্ঞানসম্মত ও বস্তুনিষ্ঠ করে তুলেছেন।

পরিশেষে উপরিউক্ত আলোচনার থেকে বলা যায়, তুলনামূলক বিচারে রবিন্সের সংজ্ঞাটি অধিকতর গ্রহণীয় হলেও মার্শালের সংজ্ঞাটি উপেক্ষা করা সমীচীন হবে না। কারণ সংজ্ঞাটি বাস্তবতা বিবর্জিত নয়।

আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। অধ্যাপক মার্শালের সংজ্ঞাটি বৈশিষ্ট্যসহ ব্যাখ্যা কর এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
🟢 কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url